Friday, October 31, 2025

হিন্দি ওটিটিতে দ্বৈত হানা

আরও পড়ুন

হিন্দি ওটিটিতে আসছে দুই নতুন গল্প। একদিকে ন্যায়-অন্যায়ের সীমারেখা টেনে দিচ্ছে ‘ভগবৎ চ্যাপ্টার ওয়ান: রাক্ষস’, অন্যদিকে সমাজের বিবেক নাড়িয়ে দিচ্ছে ‘সন্তোষ’। আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে চলা এই দুই সিরিজে একসঙ্গে মিশেছে অপরাধ, নৈতিকতা ও মানবতার টানাপোড়েন। দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রুদ্ধশ্বাস যাত্রা। যেখানে সত্যের মুখোশ খুলে যাবে, আর প্রশ্ন উঠবে, কে আসলে রাক্ষস, আর কে মানুষ।

ভগবৎ চ্যাপ্টার ওয়ান: রাক্ষস

অক্ষয় শের-এর পরিচালনায় নির্মিত ‘ভগবৎ চ্যাপ্টার ওয়ান: রাক্ষস’-এ দেখা যায় ইন্সপেক্টর বিশ্বাস ভগবৎ (আরশাদ ওয়ারসি)-কে, যিনি পুনম নামে এক তরুণীর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করছেন। তদন্তের একপর্যায়ে তিনি আবিষ্কার করেন, একই ধরনের একাধিক ঘটনা স্থানীয় এক পতিতাবৃত্তি চক্রের সঙ্গে জড়িত। তদন্তের সূত্র ধরে তার দেখা হয় সমীরের (জিতেন্দ্র কুমার) সঙ্গে। যিনি একজন কলেজ প্রভাষক, যার গোপনে লুকিয়ে আছে এক ভয়ংকর অন্ধকার পরিচয়।

আরও পড়ুনঃ  ফ্রেঞ্চ ফ্রাই নিয়মিত খেলেই কি বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি?

গল্পটি ধীরে ধীরে উন্মোচন করে এক নিখুঁত তদন্তকারী পুলিশ কর্মকর্তা ও এক ধূর্ত সন্দেহভাজনের মধ্যে মানসিক টানাপোড়েন—যেখানে ন্যায়বিচার, নৈতিকতা আর ভালো-মন্দের সূক্ষ্ম সীমারেখা নিয়ে তৈরি হয় গভীর মনস্তাত্ত্বিক সংঘাত।
এই সিরিজটিতে অভিনয় করেছেন  আরশাদ ওয়ারসি, জিতেন্দ্র কুমার, আয়েশা কাদুসকারসহ আরও অনেকে। ড্রামাটি দেখা যাবে জি৫ ওটিটি প্ল্যাটফর্মে।

সন্তোষ

‘সন্তোষ’ সিরিজটি উত্তর ভারতের এক গ্রামীণ অঞ্চলের এক তরুণ বিধবার গল্প বলে। স্বামীর মৃত্যুর পর সরকারি নীতির আওতায় তিনি পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেন। এক দলিত কিশোরীর ধর্ষণ ও মৃত্যুর তদন্তের দায়িত্ব পেলে, সন্তোষকে মোকাবিলা করতে হয় এক দুর্নীতিগ্রস্ত, নারীবিরোধী এবং ইসলামভীত পুলিশ ব্যবস্থার নির্মম বাস্তবতার সঙ্গে। ন্যায়বিচারের পথে এগোতে গিয়ে তাকে পাড়ি দিতে হয় নৈতিকতার জটিল সব সমঝোতার মধ্য দিয়ে।

আরও পড়ুনঃ  CA urges IFAD to create social business fund for young agri-entrepreneurs in Bangladesh


চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সন্ধ্যা সূরি। কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ‘সন্তোষ’ তার শক্তিশালী গল্পবলন ও অসাধারণ অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
এই ছবিতে  অভিনয় করেছেন, শাহানা গোস্বামী, সুনিতা রাজোয়ারসহ আরও অনেকে। ড্রামাটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম লায়ন্সগেট প্লে-তে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ